প্রয়াত সাংবাদিক সদানন্দ দাসের স্মরণ সভা

সুমিত ভগৎ :বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার প্রয়াত সাংবাদিক সদানন্দ দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এর একটি সভা গৃহে।
ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন এর বর্ধমান জেলা ইউনিট এর পক্ষ থেকে স্মরণ সভা টি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত সদস্যরা প্রয়াত সাংবাদিক সদানন্দ দাসের জীবনের বিভিন্ন দিক গুলি আলোকপাত করেন।
এদিন উপস্থিত সাংবাদিক বৃন্দ সদানন্দ দাসের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন।