পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এম্প্লয়িস এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিবাদ সভা
কেন্দ্রীয় বিদ্যুৎ আইন রদ করার দাবিতে ও ও বিদ্যুৎ সংস্থা গুলির বেসরকারিকরণের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ সভার ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এম্প্লয়িস এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের জেলা সভাপতি সুদাম মহন্ত জানান দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে বঞ্চনা করে আসছে কেন্দ্রীয় সরকার নতুন বিদ্যুৎ আইন এনে বিদ্যুৎ সংস্থা গুলি
বেসরকারিকরণের পথকে প্রশস্ত করতে উদ্যোগী ।এরই প্রতিবাদে আমাদের এই সভা যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী দিনে বিদ্যুৎ কর্মীদের স্বার্থে যে কোন আন্দোলনে সংগঠন পাশে থাকবে বলে এ দিন জানান সুদাম বাবু।