আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

প্রাচীণ মূর্তি উদ্ধারক ঘিরে তীব্র চাঞ্চল্য

Published on: April 20, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়াঃ নদী থেকে বালি তোলার সময় প্রাচীণ মূর্তি উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরে। মঙ্গলবার ঐ ব্লক এলাকার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের ননগর গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদীর বালি ঘাট থেকে এই মূর্তি উদ্ধার হয়। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঐ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে চাইলে বাধা দেন সম্মিলীত গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখাতে থাকেন তারা।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও দ্বারকেশ্বর নদীর ননগর ঘাটে বালি তোলার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। ঠিক সেই সময় বালির নিচ থেকে পাথরে তৈরী একটি মূর্তি উদ্ধার হয়। এই খবর গ্রামে পৌঁছাতে নদীঘাটে অনেকেই ভীড় করেন। তাদের দাবি অন্নপূর্ণা পূজার দিন স্বয়ং শিব-দুর্গা তাদের দেখা দিয়েছেন। গ্রামে মন্দির তৈরী করে পুজো হবে। পুলিশ ঐ মূর্তি উদ্ধার করতে গেলে গ্রামের মানুষ বাধা দেন।

Join Telegram

Join Now