প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর

 

দেবু সিংহ :মালদা-মালদা শহরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূরবৃহস্পতিবার বিকেলে ইংরেজবাজার পুরসভার কনফারেন্স রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়মৌসুম নূর ছাড়া উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ , প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার, অম্লান ভাদুরিএছাড়াও প্রাক্তন কাউন্সিলর যারা বর্তমানে কোডিনেটর পদে রয়েছেন তারা ওই দিন এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন

এদিন মূলত মালদা শহরের ২৯ টি ওয়ার্ডের পানীয় জল পরিষেবা, জঞ্জাল,  নিকাশি নালা সহ নানান সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়শহরের পুর-নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হলে দ্রুত সেই সমস্যা কিভাবে মেটানো সম্ভব,  তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে

সাংসদ মৌসুম নূর বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল নিকাশি নালার কোন সমস্যা রয়েছে কিনা, ডেঙ্গু সংক্রামন রুখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিয়েই এদিন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং কোডিনেটরদের সঙ্গে আলোচনা করেছিকরোনা সংক্রমনের মধ্যে শহরের পুরো পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুরসভা কর্তৃপক্ষসেইসব দিকে আরও বিশেষ করে জোর দেওয়ার কথা বলা হয়েছেকরোনা পরিস্থিতির মধ্যেও ইংরেজবাজার পুরসভা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৎপরতার সাথে কাজ করে যাচ্ছেএব্যাপারেও শুধু প্রশাসক মন্ডলী নয়,  যারা কাউন্সিলর ছিলেন পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখন তারা কোডিনেটর পদে রয়েছেনতাঁদের কাছ থেকেও সমস্ত সমস্যার কথা শুনে, সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *