আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা ছাত্রী সাব কমিটির উদ্যোগে সেমিনার

Published on: August 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

১২ই আগষ্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা ছাত্রী সাব কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের কাজের সাথে যুক্ত থাকা ছাত্রীদের নিয়ে একটি সেমিনার করা হয়। সেমিনারের বিষয় ছিল “অর্থনৈতিক সংকট, মনুবাদী তৎপরতা বনাম মেয়েদের অধিকার” । জেলার প্রত্যেক লোকাল কমিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিল। সেমিনারে আলোচনা করেন কমরেড উষসী রায় চৌধুরী, টিউলিপ ঘোষ ও জেলা সভাপতি প্রবীর ভৌমিক।

সেমিনারের আগে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয় জেলা কমিটির উদ্যোগে।  সেমিনার শেষে এ.আই.কে.এস জেলা দপ্তর থেকে পার্কাস রোড মোড় অবধি “স্বাধীনতার মিছিল” করা হয় দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক কালে। মিছিল শেষে পার্কাস রোড মোড়ে স্লোগান সাউটিং করা হয়; বৈষম্য মুক্ত ক্যাম্পাস, বৈষম্য মুক্ত সমাজ গঠন,

সকল ভারতবাসীর জাত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা আদায়ের লড়াই এর অঙ্গীকার নেওয়া এই মিছিল থেকে। দিন এই কর্মসূচির পাশাপাশি গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস জেলার অভ্যন্তরে থাকা বিভিন্ন লোকাল কমিটিগুলির মধ্যে মর্যাদার সঙ্গে পালিত হয়।

Join Telegram

Join Now