নদীতে লাগাতার ভেসে আসা লাশ নিয়ে বিতর্কিত পোষ্টে কঙ্কনা রানাওয়াত
সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোষ্টে বরবরই শোরগোল ফেলে দিতে অভ্যস্ত বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। বিভিন্ন বিষয়ের উপর অদ্ভূত বিতর্কিত সব পোষ্ট সোশ্যাল মিডিয়ায় বহু আগে থেকে করে আসেন তিনি। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য ্করেছিলেন তিনি। সেই বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁর ট্যুইটার অ্যকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হয়।
সাম্প্রতিককালে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে নদীতে মৃতদেহ ভেসে চলার খবরে। উত্তরপ্রদেশ ও বিহারের গঙ্গা নদীতে একের পর এক মৃতদেহ ভেসে ওঠার খবর তোলপাড় করে চলেছে গোটা দেশকে। চরম অমানবিক এই ছবিকে মেনে নিতে পারেননি অনেকেই। সন্দেহ করা হয়েছে, এই দেহগুলি কোভিড পজিটিভ আক্রান্ত রোগীদের। যদিও এই বিষয়ে নিশ্চিত খবর কিছুই পাওয়া যায়নি। তবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের বিতর্কের জন্ম দিলেন কঙ্কনা রানাওয়াত।কঙ্কনা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোষ্ট করে দাবি করেছেন, গঙ্গায় ভেসে আসা একাধিক মৃতদেহের ছবি আসলে নাইজেরিয়ার। তিনি দাবি করেন, ওখানকার একটি নদীতে এই দেহগুলি ভেসে ওঠে।