নকল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার 3
![](https://anandabarta.in/wp-content/uploads/2021/06/Sequence-01.Still047-3.png)
গতকাল সাগরদিঘী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দস্তুুরহাট নীচুপাড়া একটি বাড়ি থেকে তিন ব্যক্তিকে আটক করে।তাদের কাছ বিভিন্ন রকম জালি আধার কার্ড তৈরি করার সরঞ্জাম উদ্ধার করে সাগরদিঘী থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার এস পি ওয়াই রাজবংশী জানান ধৃত অতুল চৌধুরী গত তিন বছর আগে কন্টাক্ট মাধ্যমে আধার কার্ড তৈরি করত সেই প্রক্রিয়া জানার জন্য গুজরাট,মহারাষ্ট্র ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আইডি পাসওয়ার্ড জেনে নেই এখানে জালী আধার কার্ড তৈরি করত। প্রায় ঝাঁকিয়ে এক মাস ধরে এই ব্যবসা চলছিল। তাদেরকে আজ জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জন্য রিমান্ডে চাওয়া হবে বলে জানান।