দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করেছিল সেই গর্ভবতী হাতি,বিস্ফোরণে হাতির মৃত্যুতে খোঁজা হচ্ছে তিনজনকে

 সৌজন্যে :ইন্টারনেট -কেরলের পালাককাদ জেলার এই ঘটনা সারা দেশে হইচই  ফেলে দিয়েছে। 

যদিও পুলিস এই ঘটনায় জড়িতদের মধ্যে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। তবে মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে পুলিস। বোন দফতরের কর্মীরা মনে করছেন, এপ্রিল মাসের শেষে নাহলে মে মাসের শুরুতে ঘটনাটি ঘটেছিল। হাতির অটপসি রিপোর্ট হাতে পেয়েছেন বন দফতরের কর্তারা। সেই রিপোর্ট অনুযায়ী, হাতিটি জখম হয়েছিল অন্তত কুড়ি দিন আগে।
গর্ভবতী হাতির বিস্ফোরণে মৃত্যুতে জড়িত সন্দেহভাজন তিনজনের খোঁজ মিলেছে। পালাক্কাড় জেলায় বাজি ভর্তি আনারস খেয়ে মৃত্যু হয়েছিল হাতিটির। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বৃহস্পতিবার জানিয়েছেন, দোষীরা সাজা পাবেই। হাতিটির মৃত্যর পর গোটা সোশাল মিডিয়া নিন্দায় সোচ্চার হয়েছে। কেন্দ্রীয় বনমন্ত্রী প্রকাশ জাভরেকরও কেন্দ্রীয় তদন্তের কথা বলেছেন।

                             

পালাক্কাডের সাইলেন্ট ভ্যালি ন্যাচারাল পার্কের কাছে একটি গ্রামে হাতিটি ঢুকে পড়েছিল। বাজিভরা একটি আনারস সে খেয়েছিল। হাতিটির মুখেই সেটি ফেটে যায়। ফেটে যায় তার চোয়াল। যন্ত্রণায় কাতর হয়ে দিনের পরদিন হাতিটি ২৭ মে ভেল্লিয়ার নদীতে একটি নদীতে দাঁড়ানো অবস্থায় মারা যায়।
জলে থাকলে যদি জ্বালা যন্ত্রণা কিছুটা কমে সেই আশায়। এর পর নদীতে দাঁড়ানো অবস্থাতেই মারা যায় হাতিটি। বন দফতরের অফিসার মোহন কৃষ্ণন গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠেছে। 

আরও খবর দেখতে ক্লিক করুন                   https://www.facebook.com/Anandabartaoffical/videos/301838924182751/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *