৬২ শতাংশ মানুষ মনে করেন,যে কোনও সংকট থেকে দেশকে বাঁচাতে পারেন মোদী। নরেন্দ্র মোদীকে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বহু মানুষ। এমনটাই বলছে একটি সমীক্ষা।গেরুয়া শিবিবের জন্য লোকসভায় ভালো ফলের ইঙ্গিত।দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোদীকে ৬২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চান ।
লোকসভায় ভালো ফল,প্রধানমন্ত্রী???
By anandabarta
Published on: April 19, 2023

---Advertisement---