জয় হিন্দ,জয় বাংলা কাপ ক্রিকেট টুর্নামেন্টে


                                    রিতা ভট্টাচার্য :কালনা –

                        মন্তেশ্বরের মামুদপুরের ‘জয় হিন্দ,জয় বাংলা’ কাপের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ষোলোটি দল । ফাইনালে ওঠে কালনার বাঘনাপাড়া ক্রিকেট একাদশ ও মন্তেশ্বরের বরুণা বাপি একাদশ । মৈত্রী সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে বাঘনাপাড়া ১৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৭ রান তোলে তার জবাবে ব্যাট করতে নেমে মন্তেশ্বরের বরুণা দল তিন ওভার বাকি থাকতে ৮৯ রানে অল উইকেট হারিয়ে পরাজিত হয়



খেলা শেষে চ্যাম্পিয়ণ দল বাঘনাপাড়া ক্রিকেট একাদশের হাতে পঁচিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়রানার্স দলকে পনেরো হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়এই বিষয়ে মৈত্রী সংঘের সম্পাদক ফরিয়াদ মল্লিক বলেন,‘এন আরসি ও সিএএ-র আবহে অশান্তির বাতাবরণ তৈরী হচ্ছেতাই একত্রিশ বছরে পদার্পণ করা আমাদের এই টুর্নামেন্টে সম্প্রীতি,শান্তি ও সংহতির বার্তাকে তুলে ধরেছি


পাশাপাশি বৃক্ষরোপণ ও চিলড্রেন পার্কের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার সবুজায়ণ ও খেলার পরিবেশ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে।’ওসি সৈকত মন্ডল বলেন,‘এই টুর্নামেন্টে হাজার-হাজার দর্শকের উপস্থিতি ছিলো সত্যিই নজর কাড়ার মতোখেলার পরিবেশ তৈরীতে উদ্যোক্তাদের উদ্যোগও বেশ প্রশংসনীয়এই ধরনের পরিবেশ তৈরী করতে পারলে আগামীদিনে ছাত্রছাত্রীরা খেলার ব্যাপারে বেশ উৎসাহী হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *