জেলা প্রশাসনের আংশিক লক ডাউনের ঘোর বিরোধীতায় চেম্বার অফ ট্রেডার্স

জেলা প্রশাসনের আংশিক লক ডাউনের ঘোর বিরোধীতায় চেম্বার অব ট্রেডার্স।দোকান খোলার দাবীতে ব্যবসায়ীদের সই সংগ্রহে পথে নামলো চেম্বার অব ট্রেডার্স এর কর্মকর্তারা।

ওমিক্রন ও করোনা সংক্রমণ রুখতে গত কাল জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আজ শনিবার থেকে উল্লাস থেকে নবাব হাট,এবং কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত অলটানেটিভ ভাবে বন্ধ রাখাহবে ব্যবসায়ী প্রতিষ্ঠান।জেলা প্রশাসনের নির্দেশ মতো আজ শনিবার থেকেই উল্লাস থেকে নবাব হাট এবং কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত এক দিকের দোকান পার্ট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।আর জেলা প্রশাসনের এই নির্দেশিকাকে মানতে চাইছেন না বর্ধমান চেম্বার অব ট্রেডাস।সমস্ত দোকান খোলা রাখার দাবী জানিয়ে ব্যবসায়ীদের সই সংগ্রহে পথে নামলো চেম্বার অব ট্রেডর্স।
এদিন পূর্ব বর্ধমান জেলা চেম্বার অফ ট্রেড্রাসের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী বলেন হঠাৎ আমরা খবর পাই একদিকের দোকান বন্ধ আর অপর দিকের দোকান খোলা থাকবে। গত ৬ জানুয়ারি যে মিটিং হয় সেই মিটিংয়ে আমি প্রশাসক মন্ডলির কাছে প্রস্তাব দিয়েছিলাম সব দোকান খোলা থাকবে আর আমরা সরকারি যেসমস্ত নিয়মবিধি আছে সেগুলো কঠোরভাবে পালন করবো তাতে প্রস্তাব দেওয়ার পর রাজি হয় ।তারপর হঠাৎ করেই গতকাল বিকেলে আমরা একটা নোটিশ পাই কে বা কাদের প্রলভনে কোন ব্যাবসায়ী সংগঠন এর মধ্যে ছিলো আমরা সেটা জানি না।