জলের দরে বিকোচ্ছে গোলাপ ফুল
টানা লকডাউন ও বেশ কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির শিকার রানাঘাট রানাঘাট পার্শ্ববর্তী অঞ্চলের গোলাপ চাষীরা।ফুল ক্ষেতে জল জমার কারণে অল্প দামে বিভিন্ন ফুল বিক্রেতাদের কাছে গোলাপ ফুল বেচে দিতে বাধ্য হচ্ছে ফুলচাষিরা। আর যে সমস্ত ব্যক্তি লকডাউনে কর্মহীন তাঁরা বিকল্প পেশা হিসেবে সেই ফুল কিনে রানাঘাট বাজারে বিক্রি করতে আসছেন।কিন্তু এমনই অবস্থা যে দামে তাঁরা গোলাপ ফুল কিনছেন,ক্রেতার অভাবে সে দামে তাঁরা বিক্রি করতে পারছেন না। যার ফলে রানাঘাটের বিভিন্ন জায়গায় জলের দরে বিকোচ্ছে গোলাপ ফুল।আর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গোলাপ ফুল বিক্রেতাদের।