বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গভীর রাতে ভেঙ্গে পড়ল একটি আস্ত বাড়ি

Published on: August 17, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মাধব দেবনাথ :নদীয়া – স্থানীয়দের তৎপরতায় কোনরকম প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরাক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকাঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা সুব্রত ঘোষঘোষপাড়া গ্রামে বসবাস করতেন তিনিচাষবাসের উপরে তাদের সংসার নির্ভরকোনরকমে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে একটি বাড়ি তৈরি করেছিলেন তিনিঅভিযোগ গতকাল প্রতিদিনের মত পরিবারের সদস্য নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেনরাত বারোটা নাগাদ হঠাৎ বাড়িটি কেঁপে ওঠেকম্পনের জেরে কয়েকজনের ঘুম ভেঙে যায়এরপর চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা উঠে এসে দেখে বাড়িটি ভেঙে পিছনে একটি নিচু জায়গা পড়ে রয়েছে


তড়িঘড়ি লোহার গেট খুলে তাদের উদ্ধার করার চেষ্টা করে গ্রামবাসীরাকোনরকমে ঘরের কিছু আসবাবপত্র বের করা হলেও বেশিরভাগ দামি জিনিসপত্র ঘরের ভিতরেই রয়ে গেছেঘটনার জেরে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দারাগয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর স্বামী আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ইতিমধ্যেই এ বিষয়ে স্থানীয় বি ডিও থেকে শুরু করে থানা এবং ডি আইবিকে  জানানো হয়েছেতারা আশ্বাস দিয়েছে যতটা সম্ভব এই পরিবারের পাশে থাকবেন

Join Telegram

Join Now