কৌটো বোমাতঙ্ক বর্ধমানে
আবার বোমাতঙ্ক বর্ধমানে।জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মদের বাড়ির পাশে একটি কৌটোর মধ্যে তার ও বারুদ উদ্ধার হয়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান শহরের দুবরাজদিঘীর হরেরডাঙ্গায়।ইফতিকার আহম্মদ বলেন তার বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ির জানালায় কৌটোটি রাখা ছিল।বাড়ির একটি বাচ্চা কৌটৌটি নিয়ে খেলছিল।ওই অবস্থায় বাচ্চাটির মা দেখতে পায়।কৌটোর মধ্যে তার ও বারুদ দেখে দূরে ছুড়ে দেয়।
কৌটো থেকে বারুদ ও তার বেড়িয়ে যায়।খবর দেওয়া হয় বর্ধমান থানায়।তৃণমূল নেতা ইফতিকার আহম্মদের দাবী বিজেপির কাজ।এলাকায় অশান্তি পাকানোর জন্য এই কাজ করছে।এখানে তৃণমূল কংগ্রেসকে দায়ী করার উদ্দেশ্য বোম রাখা হয়েছে।বিজেপি অভিযোগ অস্বীকার করে।তাদের দাবী এসব তৃণমূল কংগ্রেসের কাজ।