আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

Published on: June 6, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভারতীয় ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষককে বৃক্ষ প্রদান করা হয়। বৃক্ষ প্রদানের পাশাপাশি তিন দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রধান শিক্ষকের কাছে।তাতে বলা হয়েছে পরিবেশ দূষণ ও উষ্ণতা কমাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বৃক্ষ ও অথচ নগরায়ন ও যন্ত্র প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, উজার করা হচ্ছে অরণ্য।

যার ফলে বিঘ্নিত হচ্ছে জীব বৈচিত্র, দিনে দিনে পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে। যার জন্য দায়ী কিন্তু মানুষ আর মানুষের নিত্যদিনের কিছু আচরণ। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষ প্রদান কর্মসূচি উদ্যোগ নেন। তাদের দাবি গুলি হল, প্রচলিত শক্তি ব্যবহারের বৃদ্ধির ফলে একদিকে যেমন হচ্ছে পরিবেশ দূষণ অপরদিকে তার উৎসও শেষের দিকে। তাই তারা তাপবিদ্যুৎ শক্তির বিকল্প শক্তি অর্থাৎ সৌরশক্তিকে যাতে একটুও ব্যবহার করা যায় তার আর্জি জানিয়েছেন।

তারা ক্যাম্পাসে একটি হলেও সোলার প্যানেল লাগানোর আবেদন করে। পাশাপাশি তারা প্লাস্টিক ব্যবহার রোধ ও ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন প্রধান শিক্ষকের কাছে। এই বিষয়ে এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, তারা চাইছেন আগামী দিনের পৃথিবীর রক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাসে সবুজের সংখ্যা বাড়ুক। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে তাদের এই অভিনব উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি।

Join Telegram

Join Now