আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কোতুলপুর রেড ভলেন্টিয়ার্সের তরফে সবজি বাজার মাছ বাজার সম্পূর্ণ স্যানিটাইজার করা হল

Published on: May 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়াঃ করোনা আবহে রাজ্য জুড়ে মানুষের সাথে মানুষের পাশে রেড ভল্যান্টিয়ারের সদস্যরা। বামপন্থী ছাত্র যুবদের তৈরী এই সংগঠনের সদস্যরা করোনাক্রান্তদের মানুষের সাহায্যের জন্য তৈরী। যেকোন প্রয়োজনে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন তারা।রবিবার কোতুলপুর রেড ভলেন্টিয়ার্সের তরফে সবজি বাজার মাছ বাজার সম্পূর্ণ স্যানিটাইজার করা হয়।

রেড ভলান্টিয়ার্স বলেন, স্যানিটাইজার কাজ শুরু হয়েছে ও আগামীদিনেও চলবে। এদিন কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন যে সমস্ত দোকান আছে সব স্যানিটাইজার করা হয়। তিনি আরো জানান এই রেড ভলেন্টিয়ার কোন করোনা রোগী যদি মারাও যান কেউ না গেলে তাদের  পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস সহ তারা কোন পেশেন্টর অক্সিজেন লাগলে তার ব্যবস্থা করবে ও তাদের বাড়িতে বাড়িতে খাবারের পৌঁছানোর ব্যবস্থা করবে।

Join Telegram

Join Now