কবে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা করল রাজ্য সরকার

রবিবার থেকে আগামী ১৫ দিন কার্যত লকডাউনের (Lockdown) ঘোষণা করার পাশাপাশি মাধ্যমিক (secondary) ও উচ্চমাধ্যমিক (Higher secondary) গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার, নবান্নে সাংবাদিকদের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) জানান,জুন মাসে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মাধ্যমিক জুন মাসের প্রথম সপ্তাহে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সপ্তাহে হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতিতে বড় পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় বলেই আপাতত ওই দুটি পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। পরে নির্দেশিকা জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জুন মাসে কোনও পরীক্ষা হবে না। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাদফতেরর পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে পর্ষদ এবং সংসদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। সেখানেই সিদ্ধান্ত হবে পরীক্ষা হলেও তা কী ভাবে হবে। কথা বলে পরে সূচি তৈরি হবে। তারপর নির্দেশিকা জারি করবে শিক্ষা দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *