আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

এশিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন মালদার মেয়ে মধুপর্না

Published on: July 29, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আগামী মাসে থাইল্যন্ডে অনুষ্ঠিত হতে চলা এলিক্সির এশিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন মালদার মেয়ে মধুপর্না হর। তার বাড়ি ইংরেজবাজার এর বাস বাড়ি এলাকায় মধু পন্নার বাবার দিলীপ হোড় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীর্ঘদিন ধরে তিনি সমাজ সেবায় যুক্ত। তার ছোট মেয়ে মধুপর্না ইংরেজিতে এম এ, পি এইচ ডি করার অপেক্ষায়। ছোট থেকেই মধু পন্নার সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে ছিল। কলকাতা ও দিল্লি খ্যাতি লাভ করে মধুপর্না চোখে পড়ে যায় বলিউডের নায়ক তুষার কাপুরের। এইবার তার লক্ষ্য থাইল্যন্ডে আরো প্রায় কুড়িটি দেশ থেকে আসা সুন্দরীদের পিছনে ফেলে শিরোপার মুকুট নিজের মাথায় পরা। দেশের সঙ্গে তার শহরের মাথায় সেই মুকুট পরিয়ে দেওয়া হোক মধু পন্নার ইচ্ছে।

Join Telegram

Join Now