বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এবার ধর্ষণের শিকার হলেন এক ৮৬ বছরের ভবঘুরে বৃদ্ধা

Published on: June 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 

কৃষ্ণা সাহা :মেমরি -পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে এক ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছেএক ভবঘুরে এবং ছিয়াশি বছরের মহিলাকে ধর্ষণ করেছে এক দুস্কৃতীওই মহিলা তার বয়ানে জানিয়েছেন তার বয়স  ছিয়াশি বছরতিনি একাই স্টেশনের একটি ঘরে থাকেন।৬ই জুন সেই রাতেও একাই ছিলেনসেইসময় গভীর রাতে ওই দুস্কৃতী হানা দেয়ওই বৃদ্ধা মহিলা চোখে দেখেন নাসে কথা জানালেও বিন্দুমাত্র রেয়াত করেনি ওই অপরাধী। তিনি তার বয়সের কথাও জানানতা সত্ত্বেও তার মুখে ঢাকা দিয়ে দেয় সে। 
 
তারপর তাকে জোর করে রেললাইনের পাশে নিয়ে যায়সেখানে মালগাড়ির পিছনে নিজের পাশবিক ইচ্ছা চরিতার্থ করে অপরাধীওই বৃদ্ধা বারবার বাধা দিলেও কোনো কথা শোনে নিউল্টে তাকে বারবার বলা হয় আওয়াজ করলে তাকে তারই শাড়ির জড়িয়ে খুন করা হবেএরপর ভোরে তাকে প্লাটফর্মে ফেলে পালায় দুস্কৃতীভদ্রমহিলা লজ্জায় কাউকে কিছু বলেননিপরে তিনি মুখ খোলেনওই অপরাধী হিন্দিতে কথা বলছিলতার পরণে ছিল বুটজুতোগত ৬ ই জুন ওই ঘটনাটি ঘটেগত রাতে ১৭ই জুন  ওই মহিলা রেল পুলিশের কাছে অভিযোগ জানানপুলিশ তদন্ত শুরু করেছে

Join Telegram

Join Now