বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এক পরিবারের পিতা ও পুত্রের মৃত্যু,দুঃখের ছায়া নেমে এলো পরিবারে:

Published on: June 7, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সালানপুর:-পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের।তার পাশাপাশি একই দিনে মৃত্যু হলো যুবকের পিতার।স্থানীয় সূত্রে জানা যায় যে লেফট ব্যাংক নিবাসী ক্রিস্ট মণ্ডল(১৫) নামক যুবক তার মা ও বোনদের সঙ্গে লেফট ব্যাংক বরাকর নদীর অমর ঝর্ণার কাছে নদীতে স্নান করতে যায়।হটাৎ জলের মধ্যে স্নান করতে করতে তলিয়ে যায় ক্রিস্ট মণ্ডল,পরিবারের সদস্যরা তাকে বাঁচাবার বহু চেষ্টা করেন।কিন্তু সফল হয়নি,অবশেষে খবর দেওয়া হয় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার ভার প্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস।স্থানীয় কিছু যুবকের প্রয়াসে প্রায় এক ঘন্টা পর ক্রিস্ট মন্ডলের মৃত্ দেহ খুঁজে বার করে।মৃতদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।
তার পাশাপাশি একই দিনে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বিবেকানন্দ নগরের রাস্তার পাশে ক্রিস্ট মন্ডলের বাবা ধীরাজ মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়।স্থানীয় সূত্রে জানা যায় যে সকাল ৬টায় রাজ মিস্ত্রীর কাজে বাড়ি থেকে বলে বার হয়।তার ছেলের মৃত্যুর খবর শুনে মারা যায় বলে জানান স্থানীয়রা।এর জেরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://watch.anandabarta.in

Join Telegram

Join Now