চটি ছেড়ে আপনি বুট জুতো চাটতে গেছেন- সায়ন্তিকা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন এটাই তৃণমূলের কালচার- বিজেপি সভাপতি
লজ্জা করেনা চটি ছেড়ে আপনি বুট জুতো চাটতে গেছেন নিজের পাপ ঢাকতে’—— নাম করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ চিত্রাভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকার।
আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রামে গঙ্গাজলঘাঁটি ব্লক তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়৷ সেই জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্রাভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি।
তিনি বলেন শুভেন্দু বাবু যে পাপ করে গেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় তিনি বর্তমানে চটি ছেড়ে বুট চাটা শুরু করেছেন নিজের পাপ ঢাকতে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন তিনি লোডশেডিং করে বিধায়ক হয়েছেন। তিনি এও বলেন শুভেন্দু বাবু এত পাপ করেছেন আপনাকে ধোপা ঘাটে নিয়ে গিয়ে আচ্ছা করে আছাড় না মারলে আপনার পাপ ধোয়া যাবেনা।
তৃণমূল নেত্রীর এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী বিজেপি শিবির। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিল্লেশ্বর সিনহা জানান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন এটাই তৃণমূলের কালচার দলের সর্বোচ্চ নেত্রীর মুখেও এই ধরনের ভাষা শোনা যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গালে বিধানসভা ভোটে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার দুই গালে দুটো থাপ্পড় মারার পরেও তার লজ্জা নেই।