কেন হার্দিক অধিনায়ক?জানালেন বাউচার
আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বার করে আনতে।
হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে আইপিএলে।রোহিত শর্মা পাঁচ বারের আইপিএল জয়ী ।রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিককে অধিনায়ক করা হল?প্রধান কোচ মার্ক বাউচার জানালেন।বাউচার বলেন, ‘এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত।আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।
আইপিএলে অধিনায়কের উপর চাপ বেশি থাকে।রোহিতকে মুক্তি দিতে চেয়েছিলেন তিনি।সেই কারণেই হার্দিককে অধিনায়ক করা হয়েছে।বাউচার বলেন, ‘রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে।ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে।যার জন্য ব্যাট হাতে এখন সে ভাবে সাফল্য পাচ্ছে না রোহিত।বাউচার বলেন ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।