কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি
বিজেপির বিজয়রথ ২৪০ এ।
Anandabarta – ৬৩টি জেতা আসন হাতছাড়া করেছে এবারের লোকসভায় বিজেপি।৪০০ আসনের লক্ষ্য নিয়ে ময়দানে নামলেও ২৪০ আসনেই থেমে গিয়েছে বিজেপি।সংখ্যাগরিষ্ঠতা পায়নি,এনডিএ শরিকদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।2024 এ ৬৩টি জেতা আসন তাঁরা হাতছাড়া করেছে।
উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, মণিপুর, রাজস্থান ও পশ্চিমবঙ্গের ফল সবচেয়ে শোচনীয়।তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের ফল অত্যন্ত স্বস্তিজনক।
বিজেপির এই বিপর্যয়ের কারণ ?? বিশেষজ্ঞরা ৫ টি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন বিজেপির বিপর্যয়ের।
1)মোদী-মাহাত্ম্যঃ2024 এও বিজেপির প্রচারের মূল মুখ ছিলেন নরেন্দ্র মোদী। ‘ফির একবার মোদী সরকার’, ‘মোদীর গ্যারান্টি’, ‘মোদী কা ভরোসা’ ইত্যাদি নানান স্লোগান ছিল বিজেপি শিবিরের হাতিয়ার।’দল’ বিজেপি-কে ব্যাকফুটে?২০১৯ সালে মোদীর নামে ১৭% ভোট পেয়েছিল বিজেপি।2024এ কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে।স্থানীয় নেতাদের নামে ভোট বেড়ে হয়েছে ৩১% থেকে ৩৬%।
2) কেন্দ্র বদলঃ দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী বা এসএস আলুয়ালিয়ার মতো শুধু এ রাজ্যে নয়, ২০১৯ সালে নিরিখে ৩০৩ জন জয়ী প্রার্থীদের মধ্যে ১৩২ জনের কেন্দ্র বদলে দেওয়া হয়। বিদায়ী সাংসদদের কেন্দ্র বদলের মাশুল গুনতে হয়েছে বিজেপিকে।৪১ জন জয় পেয়েছেন ১৩২ জনের মধ্যে!
3) নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধিঃ লাগামছাড়া হারে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।কাশ্মীর থেকে কন্যাকুমারীর জনগণের পেট্রল, ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য। ‘ডিজিটাল ইন্ডিয়া’-এর নামে মানুষের গ্যাঁট থেকে খরচ হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
4) হিন্দুদের প্রতিক্রিয়াঃ অযোধ্যায় ফৈজাবাদ লোকসভা কেন্দ্র হারল বিজেপি।অথচ রামমন্দির উদ্বোধন হল অযোধ্যায়।হিন্দুত্বের এজেন্ডা কার্যত ফ্লপ হয়েছে।রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজে। গোঁড়া হিন্দুরা অনেকেই মেনে নিতে পারেননি। রামের প্রাণপ্রতিষ্ঠা যোগ্য ব্যক্তিদের হাতে হতে হত।
5) রাহুল গান্ধীর উত্থানঃ রাহুল গান্ধী ভারত-জোড়ো যাত্রায় বেরিয়ে চমকপ্রদ সাড়া পান।সহজ আর যুক্তিপূর্ণ বক্তব্য মন জিতে নেয় অনেকেরই।রাহুল গান্ধীকে ২০১৯ সালে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন ২৩% দেশবাসী,মোদীকে চান ৪৭%। ২০২৪ সালে ৪১% মোদীকে এবং রাহুলকে ২৭%।যার প্রতিফলন ভোটেও দেখা গিয়েছে।যার প্রতিফলন বিপুল ভোটে জিতেছেন রাহুল,মোদীর মার্জিন অনেকটাই কমেছে।
বিশেষজ্ঞদের মতে এই সমস্ত কারণেই বিজেপির আশ্চর্যজনক পতন।