ওড়িশা এফসি দু’বছরের চুক্তিতে সই করল মুম্বই সিটি এফসির মিডফিল্ডার আহমেদ জহুর ।জহুর এসেছেন ওড়িশা এফসির স্কোয়াডে অভিজ্ঞতা ও জয়ের মানসিকতার সম্পদ নিয়ে।বেঙ্গালুরু পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করেছে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার সুরেশ ওয়াংজামের সঙ্গে।২০২৭-২৮ মরসুম পর্যন্ত চলবে সুরেশের চুক্তি ।২০১৯ সালে ব্লুজ দলে সুরেশ চার মরসুমে ৮৭টি ম্যাচ খেলেছেন।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে কেরল ব্লাস্টার্স এফসি থেকে আলাদা হয়ে গিয়েছে ভিক্টর মঞ্জিল, অ্যাপোস্টোলোস জিয়ানোউ, ইভান কালুঝনি, হরমনজোত খাবরা এবং মুহিত খান।
