সাত দিন ধরে কোথায় ছিল গৃহবধূ
সাত দিন পর নিখোঁজ গৃহবধূ ফিরলে বাড়ি ধুপগুড়িতে, ধুপগুড়ি বাস স্ট্যান্ড থেকে এক গৃহবধূর কে অচেনা ব্যক্তিশিলিগুড়ি নিয়ে যায়
সাত দিন পর নিখোঁজ গৃহবধূ ফিরল বাড়ি ধুপগুড়িতে, ধুপগুড়ি বাস স্ট্যান্ড থেকে এক গৃহবধূর কে অচেনা ব্যক্তি শিলিগুড়ি নিয়ে যায়। এবং সেখানে তিনি সাত দিন ছিলেন এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে দাবি।
পরবর্তীতে সুযোগ বুঝে ফোন করে ঠিকানা দেয় বাড়ির লোকজনদের সেখান থেকে তিনি এক পান দোকানদারের সহায়তায় এবং এক বাস খালান্সির সহয়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে জলঢাকায় পৌঁছায়।
এবং জলঢাকা থেকে বাড়ির লোক সেখানে গিয়ে তাকে নিয়ে আসেন। এমনটাই জানা যায় তার পরিবারের কাছ থেকে।পরবর্তীতে সঙ্গীতা রায়ের বাবা থানায় অভিযোগ করেন। এবং তার পরিবার ও সঙ্গীতা রায়ের দাবি ওই ব্যক্তির যেন কঠিন শাস্তি হয়।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।