বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কাল আবহাওয়া কেমন থাকবে ? দেখে নিন

Published on: September 29, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সারাদিন বৃষ্টি হলেও আগামীকাল কলকাতায় আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি কমতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও পশ্চিমের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়।

এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলে ভাসছে পাতিপুকুর, কাঁকুরগাছি, দমদম ও উল্টোডাঙা আন্ডারপাস। এছাড়া পর্ণশ্রী, ঠাকুরপুকুর, আমহার্স্ট স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, পাহাড়পুর রোড, একবালপুর, মোমিনপুর, কালাকার স্ট্রিট, প্রতাপাদিত্য রোড, রবীন্দ্র সরোবরে জল জমেছে। জানা গেছে, বুধবার সন্ধেয় গঙ্গায় জোয়ারের জেরে বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। সেই সময় বৃষ্টি হলে শহরে জল যন্ত্রণা আরও বাড়তে পারে।

Join Telegram

Join Now