কি করবে এবার C B I ?

সিবিআই আদালতের দ্বারস্থ হয়ে অনুব্রত মণ্ডলকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো  ভুবনেশ্বর এইমস বা অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন জানায় তাহলে  আরও বিপাকে পড়তে হবে ।

হৃদযন্ত্রের সমস্যা অণ্ডকোষের সাইনাস, প্রভৃতি নিয়ে প্রায় পক্ষকাল উডবার্নে ভর্তি থেকে  সন্ধ্যায় তৃণমূল নেতা চিনার পার্কের ফ্ল্যাটে ফিরেছিলেন, ঠিক তার পরের দিন সকালেই সিবিআই চিঠি পাঠিয়ে গরু পাচার মামলায় হাজিরার নোটিস পাঠিয়েছিল।অনুব্রতকে ডেকেছিল সিবিআই আজ। নিজাম প্যালেসের বদলে এসএসকেএমে গেলে এবার কিন্তু তাঁকে ভর্তি নেয়নি হাসপাতাল। অনুব্রত চলে যান চিনার পার্কে।

কেষ্ট যখন সেখান থেকে বেরিয়ে ইনোভা তে চেপেছেন তখন সংবাদিক দের একের পর এক প্রশ্ন  এবার কোথায় যাবেন?জবাবে কেষ্ট বললেন , ‘বাড়িইইই ……..তাহলে সোমবার রাতের মধ্যেই বোলপুরে নিজের বাড়িতে পৌঁছে যাবেন অনুব্রত।এখন প্রশ্ন তারপর  কী হবে? কী করবে সিবিআই? আবার কি তাঁকে নোটিস পাঠানো হবে?এরপর হাজিরার নির্দেশ দেওয়া হলে সেটা কবে?  সবচেয়ে বড় কৌতূহলের বিষয় এটাই এখন। ধরে নেয়া যায় মঙ্গলবার ফের তাঁকে হাজিরার জন্য ডাকতে পারে সিবিআই।

অনেকের মতে, এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকরা যে রিপোর্ট দিয়েছেন তাতে শারীরিক কারণ দেখিয়ে  দিনের পর দিন হাজিরা এড়িয়ে থাকা মুশকিল। সিবিআই আদালতের দ্বারস্থ হয়ে অনুব্রত মণ্ডলকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো  ভুবনেশ্বর এইমস বা অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন জানায় তাহলে  আরও বিপাকে পড়তে হবে ।এখন দেখার  তদন্ত এজেন্সিই  কী পদক্ষেপ গ্রহণ করে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *