ওডিআই বিশ্বকাপ খেলা বলটির দাম কত
এই সাদা বলটি তৈরি হয় অস্ট্রেলিয়ায়
আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ শেষ হয়ে গিয়েছে । অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে। কৌতুহল নিয়ে একটি বিষয় তুলে ধরা হল-
যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে তার দাম কত জানেন ?একদিনের বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ খেলা হয় একই বল দিয়ে। কুকাবুরার টার্ফ সাদা বল ব্যবহৃত হয়।এই সাদা বলটি তৈরি হয় অস্ট্রেলিয়ায়।
এবার আসা যাক এই সাদা বলটির দাম কত?এই কুকাবুরার টার্ফ সাদা বল যা দিয়ে ওডিআই ও টি-২০ বিশ্বকাপ হয় । একটি সাদা বলের দাম ১৫,০০০ টাকা।