“মাদার্স ডে” উপলক্ষে মাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান? বার্তা পৌঁছাবে রাজ্য পুলিশ

মা, শব্দটি আকারে খুব ছোট হলেও এর মাহাত্ম বৃহদাকৃতি। যদিও কয়েকটি শব্দে মায়ের সংজ্ঞা দেওয়া মুশকিল।

মা, শব্দটি আকারে খুব ছোট হলেও এর মাহাত্ম বৃহদাকৃতি। যদিও কয়েকটি শব্দে মায়ের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালোবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা মা। বেশিরভাগ মহিলারাই বলেন ‘মাতৃত্ব’ তাঁদের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ। সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হয় একজন মা। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তাঁরা।

 

মে মাসের দ্বিতীয় রবিবার প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ৮ মে। বিশ্ব মাতৃ দিবস দিনটি ব্যাপক চর্চিত হলেও, তবুও বছরের একটা দিন যদি শুধুমাত্র মায়েদের জন্য স্পেশাল হিসেবে ধার্য করা হয় তাতে ক্ষতিবা কি রয়েছে।  এই বিশেষ দিনে মায়েদের কাছে নিজের মনের কথা, ভালবাসার কথা পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ।

 

বিশ্ব মাতৃ দিবসের দিনেও বহু সন্তান আছে যাঁরা মায়ের থেকে অনেক দূরে। চাইলে হয়তো ফোনেও যোগাযোগ করতে পারছেন না। মন চাইলেও এক ছুটে মায়ের কাছে চলে যেতে পারছেন না। সেই সমস্ত মা-সন্তানের সম্পর্ক মজবুত করার দায়িত্ব নিল রাজ্য পুলিশ। রবিবার নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছে তারা। যেখানে তারা লিখেছে, “আমি তোমাকে ভালবাসি।” সঙ্গে মায়েদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উপায়ও লিখেছে তারা।

 

রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, “মাতৃ দিবস উপলক্ষে আপনার মাকে শুভেচ্ছা জানাতে চান কিন্তু তিনি আপনার সাথে নেই বা যোগাযোগ করতে পারছেন না? আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি।” সেই বার্তা কিভাবে পৌঁছে দেয়া হবে সে বিষয়ে জানানো হয়েছে, “যদি তিনি (মা) পঃবঃ পুলিশ এলাকার অধীনে থাকেন তবে তার বিশদ আমাদের ইনবক্সে জানান। আপনার ভালবাসা ও শুভেচ্ছা, ওনার কাছে পৌঁছে দেব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *