প্রতারণার শিকার
একটি ভারতীয় অ্যাপ ইন্ডিয়া মার্ট এর থেকে শহর বর্ধমানের এক ব্যবসায়ী অনিমেষ কুমারের সাথে পরিচয় হয়
একটি ভারতীয় অ্যাপ ইন্ডিয়া মার্ট এর থেকে শহর বর্ধমানের এক ব্যবসায়ী অনিমেষ কুমারের সাথে পরিচয় হয় সুদূর মুম্বাই নিবাসী নারায়নান থাঙ্গ রাজ নদর সাথে শহর বর্ধমানের ব্যবসায়ী অনিমেষ কোনার এর প্রতিষ্ঠানের নাম মহানন্দ এন্টারপ্রাইজ তিনি শহর বর্ধমানের সাথে গোটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে চিনি চকলেট বিস্কুট নানারকম গ্রোসারী আইটেম তিনি ইমপোর্ট এবং এক্সপোর্ট এর ব্যবসা করেন সম্প্রতি একটি সরবরাহ ভারতীয় অ্যাপ যার নাম ইন্ডিয়া মার্ট। এই ইন্ডিয়া মাঠের থেকে সুদূর মুম্বাই নিবাসী জয় কিষান ট্রেডার্স এর মালিক নারায়ন থঙ্গরাজ নগর এর সঙ্গে পরিচয় হয় এবং তিনি তার ব্যবসায়িক বৃদ্ধির জন্য
নারায়ন বাবুর সঙ্গে কথা হয় প্রথম দফায় স্বল্প টাকার বিনিময়ে মাল উনি পাঠাবেন বলে স্থির হয় এবং তারপর তিনি পাঠিয়েও দেন তারপরে সেই বিশ্বাস অর্জনের পরে তিনি এটা বড় অংকের টাকা চান এবং বলেন যে আমরা মাল তৈরি করে দেবো। সেই বলে আর তারপরে কোন যোগাযোগ তিনি রাখেননি এবং পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তিনি পুরোপুরি বিপুল অংকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যান এরপরে বর্ধমান শহরের ব্যবসায়ী অনিমেষ বাবু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বর্ধমান সদর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে এফআইআর ও করেন।
এবং বর্ধমান সদর থানা সেই সময় কোনরকম যোগাযোগ না রাখায় বা কোন সহযোগিতা না করায় তিনি আরো ভেঙে পড়েন এবং পাওনাদারদের কাছ থেকেও চাপ আসতে থাকে এরপর তিনি একপ্রকার হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। এবং আত্মহত্যার চেষ্টা করেন সেখান থেকে তাকে পরিবারে লোকজন উদ্ধার করে প্রথমে পাত্রসায়ের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর পর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে দেওয়া হয়। এবং সেখানে তার চিকিৎসা হয় এবং তারপরে পুলিশ এসে তার বয়ান লিপিবদ্ধ করে নিয়ে যায় পরিবারে লোকজনরা পুলিশের দিকে তাকিয়ে আছে যাতে তারা সেই টাকা ফেরত পায় এবং প্রকৃত অপরাধী যাতে উপযুক্ত শাস্তি পায় ।