বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ক্যাটারিংয়ের কাজ করতেন,আজ বার্ষিক আয় ২৫ কোটি

Published on: March 13, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET – মহম্মদ সিরাজ ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালবাসতেন। সেটা পেশা  হবে কোনওদিন ভাবেননি।বাবা হায়দরাবাদের অটোচালক। যত্‍সামান্য টাকা আয়,পরিবারের মোট দশজনের পেট চালাতে হতো।দুই দাদার মতো সিরাজও এক বন্ধুর ক্যাটারিংয়ের কাজে হাত লাগান।প্রতিদিন ২০০ টাকায় কাজ করতেন। সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে নিমন্ত্রিতদের খাবার পরিবেশন করতেন।

রুমালি রুটি ও চিকেনের নানা পদ  ভারতীয় শিবিরে সতীর্থদের রান্না করে খাইয়েছে।সিরাজ এর বর্তমানে ২৫ কোটি টাকা আয়।বুধবার ৩০ বছরে পা দিলেন।

বিসিসিআইকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ”আমি ২০১৯ সালে ক্রিকেট ছেড়ে দেব ভেবেছিলাম। কারণ এত লড়াই আর পেরে উঠছিলাম না। সামনে একটা বড় অনিশ্চিত ভবিষ্যত্‍। বাবা সংসারের একা রোজগেরে মানুষ ছিলেন। তাঁর পাশে আমাকে দাঁড়াতেই হতো। তাই হতাশায় সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম। সেইসময় আমার পাশে আমার বাবা-মা ও দাদারা ছিলেন। ওঁরাই আমাকে ক্রিকেটে মন দিতে বলেন।”

সিরাজ ভারতীয় দলের এ গ্রেড ক্রিকেটার। যিনি বছরে মোট আয় করেন ২৫ কোটি টাকা।হায়দরাবাদের বানজারা হিলসে রয়েছে সিরাজের প্রাসাদোপম বাড়ি। সেখানে রয়েছে সুইমিং পুল, জিমন্যাসিয়াম, থিয়েটার হলও। এমনকী রয়েছে নিজের পাঁচটি বিলাসবহুল গাড়ি।

Join Telegram

Join Now