দোলের দিন কালনায় পুকুরে ডুবে দুই ছাত্রের মৃত্যু

রং খেলার পর পুকুরে স্নান করতে নেমে দুটি পৃথক জায়গায় দুই ছাত্রের মৃত্যু হল। উত্সবের দিন বদলে গেল শোকের পরিবেশে। নাদনঘাট ও পূর্বস্থলীতে জলে ডুবে মৃত্যু হয়েছে দুই ছাত্রের। মৃত সন্দীপ মন্ডল (১৪) অষ্টম শ্রেণীর ছাত্র এবং দীপু রায় (১৮) দ্বাদশ শ্রেণীর ছাত্র।
সন্দীপের বাড়ি নাদনঘাটের চাপাহাটি এলাকায়। দীপুর বাড়ি পূর্বস্থলীর পারুলিয়াতে। দুই ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।