রেল স্টেশনে বাংলা ভাষায় পরিষেবা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
মালদাঃ- রেল স্টেশনে বাংলাভাষায় পরিষেবা চালুর দাবিতে শুক্রবার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন মাস্টারের হাতে একাধিক দাবি সহ স্বারক লিপি তুলে দেন ‘বাংলা পক্ষ’ মালদা জেলা কমিটির সদস্যরা।এদিন হাতে দাবিপত্র ও পোস্টার নিয়ে জয় বাংলা শ্লোগান দিতে দিতে স্টেশন চত্বরে প্রবেশ করেন বাংলা পক্ষের সদস্যরা।যাতে কোনোরকম ভাবে গন্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য আগে থেকেই পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এদিনের ডেপুটেশনে বড়দের পাশাপাশি স্কুল পড়ুয়াড়াও অংশ গ্রহণ করেন।
‘বাংলা পক্ষ’ মালদা জেলা কমিটির সম্পাদক রাফিক আহমেদ বলেন,রেল স্টেশনে নোটিশ বোর্ড থেকে শুরু করে টিকিট কাটার ফর্ম সবকিছু হিন্দি ও ইংরেজি ভাষা লেখা রয়েছে। এতে বাংলাভাষী মানুষদের বড় সমস্যায় পড়তে হয়।পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ নাগরিক বাঙালি। মালদা জেলার বেশিভাগ মানুষের মাতৃভাষা বাংলা। হরিশচন্দ্রপুর স্টেশন এলাকার প্রায় ১০০ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন। এদের মধ্যে অনেকেই বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষা বুঝতে বা পড়তে পারেন না।