তৃণমূল কর্মী জমি ব্যবসায়ীকে মারধোর করার অভিযোগ
ভাটপাড়ার মন্ডলপাড়ায় তৃণমূল কর্মী জমি ব্যবসায়ীকে মারধোর করার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে, হুশিয়ারী সাংসদের
ভাটপাড়ার মন্ডলপাড়ায় তৃণমূল কর্মী জমি ব্যবসায়ীকে মারধোর করার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে, হুশিয়ারী সাংসদের ফের দুষ্কৃতী হামলা শিকার শ্যামনগর কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রামমোহন পল্লির বাসিন্দা তৃণমূল কর্মী জমি ব্যবসায়ী সমীর চ্যাটার্জি ওরফে বাপ্পা। আজ ভাটপাড়া থানার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া বালক সংঘ মাঠের কাছে বাপ্পাকে বেধড়ক পেটানোর অভিযোগ
উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তৃণমূল কর্মী বাপ্পা ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দুপুরে তাকে আক্রমন করার চেষ্টা করেছিল চারজন দুষ্কৃতী। সেই ঘটনায় কালুয়া, রাবিয়া, বুম্বা-সহ চারজনের বিরুদ্ধে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলাম। আক্রান্তের অভিযোগ, আগের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম।
তারা আজ মন্ডলপাড়ায় পথ আটকে পিস্তলের বাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, মন্ডলপাড়ার বুড়িবটতলা এলাকায় দু-তিনজন দুষ্কৃতী দাপিয়ে বেড়াচ্ছে। অথচ ভাটপাড়া থানা ওদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি তিনি পুলিশ কমিশনারকে জানাবেন।