মর্মান্তিক পথ দুর্ঘটনা
আজ বিকেল চারটে বেজে ত্রিশ মিনিটে মর্মান্তিক পথো দুর্ঘটনা সাক্ষী রইল রামপুরহাট
আজ বিকেল চারটে বেজে ত্রিশ মিনিটে মর্মান্তিক পথো দুর্ঘটনা সাক্ষী রইল রামপুরহাট। রামপুরহাট থেকে সিউড়ি থেকে আসা একটি স্টেট বাস এবং উল্টো দিক থেকে 9 জন যাত্রী নিয়ে একটি অটো রামপুরহাটের দিকে যাচ্ছিল।
এমত অবস্থায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে আটজন যাত্রী মৃত্যুবরণ করেন এবং অটোচালককে গুরুতর অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর।
এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ 60 নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট হটিয়ে দেয় এবং রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন।