আজ রণ ক্ষেত্রর চেহারা নেয় কালনা কলেজ
আজ রণ ক্ষেত্রর চেহারা নেয় কালনা কলেজ।প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব।আজ কালনা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মুত্তি উন্মোচন অনুষ্ঠান ছিল।
আজ রণ ক্ষেত্রর চেহারা নেয় কালনা কলেজ।প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব।আজ কালনা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের মুত্তি উন্মোচন অনুষ্ঠান ছিল।এই উপলক্ষে কলেজে উপস্থিত প্রশাসনের কয়েকজন আধিকারিক।তাদের সামনেই এই অনুষ্ঠান কে ঘিরেই ঘটনার সূত্রপাত।জানা গেছে বিধায়কের অনুগামী লোকেদের দের সঙ্গে ছাত্র পরিষদের চাটদের সংঘর্ষ বাঁধে।
লাঠি,কাঠ নিয়ে দু পক্ষই চড়াও হয় দুপক্ষের উপর।বেধড়ক মারধর চলে।আহত হয় দুই ছাত্র।তাদের মাথা ফাটে।অভিযোগ যে বিধায়কের অনুগামী লোকজন ও অনুগামী কিছু ছাত্র এই অনুষ্ঠান করছিল। ডাকা হয়নি ছাত্র পরিষদের ছাত্রদের।এমনি অভিযোগ।কেন ডাকা হয়নি ছাত্র পরিদদের ছাত্রদের।তা নিয়ে ছাত্র লিরিষদ আন্দোলন করছিল।
সেই সময় বিধায়ক বহিরাগত লোক এনে ঝামেলা শুরু করে বলে দাবী ছাত্র পরিষদের।এই থেকেই দু পক্ষের বচসা থেকে সংঘর্ষ রূপ নেয়।অন্য দিকে বিধায়ক দেব প্রসাদ ব্যাগের অভিযোগ কলেজে ঢুকতে গেলে ছাত্র পরিষদ তাদের বাধা দেয়।তার পরেই তাদের লোকেদের মারধর করা হয়।কলেজ ছেড়ে বেরিয়ে আসে বিধায়ক ও তার লোকেরা।কলেজে পুলিশ ইতিমধ্যে পৌঁছে গেছে।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।