বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রেল দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে তিন রেলকর্মী

Published on: June 12, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

এখনও মিলিয়ে যায়নি ২ জুন ওড়িশার বালাসোরের অভিশপ্ত ভয়ঙ্কর রেল দুর্ঘটনার রেশ ।সিবিআই দিনরাত এক করে দিচ্ছে কী কারণে ঘটল সেই কারণ খুঁজতে।৬ জুন থেকে টানা কয়েকদিন সিবিআই ও ফরেন্সিক টিম বাহানাগা স্টেশনের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।সিবিআই স্পেশাল ক্রাইম জোনের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরীও ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছেছেন।দুর্ঘটনার ১০ দিনের মাথায় সিবিআই-এর জালে তিন রেলকর্মী।

সোমবার তিনজন রেলকর্মীকে আটক করেছে সিবিআই তদন্তের স্বার্থে।তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাহানাগা বাজার স্টেশনের মাস্টার, একজন রেল টেকনিশিয়ান এবং আরও এক কর্মীকে আটক করা হয়েছে।সিবিআই তদন্তে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি,ফলে তিন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ নিয়েও সিবিআই কিছুই জানায়নি।

অপরাধমূলক ষড়যন্ত্রের মনোভাব নিয়ে কেউ যন্ত্রপাতিতে ইচ্ছাকৃত ভাবে অন্তর্ঘাত করেছিল কি না। দ্বিতীয়ত, যদি অন্তর্ঘাতের কোনও বিষয় না খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে ঘটনার পিছনে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কি না তা খুঁজে দেখবেন গোয়েন্দারা।ঘটনার দিন কর্তব্যে থাকা আহত ট্রেন চালক, গার্ড, স্টাফদেরও বয়ান রেকর্ড করবে সিবিআই।

Join Telegram

Join Now