বর্ধমানে ভোটার লিষ্টে নাম সংশোধন ও সংযোজনের কাজ চলছে জোরকদমে
প্রশাসনিক নির্দেশ মেনেই ভোটার তালিকায় নাম শংসদন এবং সংযোজনের কাজ চলছে ।বর্ধমান পৌরসভার শংশ্লিস্ট বিভিন্ন ওয়ার্ডে ভোটার লিষ্টে নাম সংশোদন ও সংযোজনের কাজ চলছে ।রবিবার বর্ধমান মহিলা কলেজেও অস্থায়ী শিবির তৈরি করে নাম সংশোদন ও সংযোজনের কাজ করছেন ভোটাররা । বর্ধমান পৌরসভার নানা প্রান্ত থেকে ভোটাররা এসে উপস্থিত হচ্ছেন ।
সেইসমস্ত কাজ পরিদর্শনে উপস্থিত হলেন বর্ধমান পৌরসভার ২৯নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রমানিক।যেসমস্ত মানুষরা এসে ভোটার লিষ্টে নাম সংশোদন বা সংযোজনের কাজ করছেন তাদের কোথাও কনো অসুবিধা হচ্ছে কিনা সমস্ত বিষয় যেমন তদারকি করে দেখেন।পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যারা কাজ করছেন কোথাও কনো অসুবিধা হচ্ছে কিনা সেইসমস্ত বিষয়েও খোজ খবর নেন প্রাক্তন কাউন্সিলর।