হিমালয়ের প্রধান নদীগুলি জলস্তর খুব দ্রুত কমতে চলেছে

হিমবাহ দ্রুত গলে যাওয়ার ফলে চিনে ও পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে

চাঞ্চল্যকর তথ্য সামনে আনল জাতিসংঘ।জাতিসংঘের মহাসচিব সতর্ক করেছেন যে,হিমালয়ের প্রধান নদীগুলি সিন্ধু , গঙ্গা ও ব্রহ্মপুত্রের জলস্তর খুব দ্রুত কমতে চলেছে। এর ফলে ২০৫০ সালের মধ্যে মানুষ তীব্র জলের সঙ্কটে পড়বেন।তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয়ের হিমবাহ গলে যাওয়া এর কারণ।বর্তমানে বিশ্বের ১০ শতাংশ এলাকায় হিমবাহ রয়েছে পৃথিবীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমবাহ ।

বিশ্ব উষ্ণায়নের কারণে সেগুলি দ্রুত গলে যাচ্ছে।১৫ বিলিয়ন টন বরফ গলছে অ্যান্টার্কটিকায় প্রতি বছর ।হিমালয়ের উপরে হিমবাহ গুলিও এখন দ্রুত গলে যাচ্ছে।হিমালয় থেকে উৎপন্ন ১০ টি প্রধান নদী রয়েছে।১৩০ কোটি মানুষকে পানীয় জলের জোগান দিচ্ছে।বেশি প্রভাব পড়বে গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদীর প্রবাহ ও জলস্তরের ওপর।হিমবাহ দ্রুত গলে যাওয়ার ফলে চিনে ও পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ার কারণে আবার অনেক হ্রদও তৈরি হয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *