রোগী মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে ভাংচুর এর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।রোগীর পরিবার সুত্রে জানা গেছে, সোমবার বমি পায়খানার উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পেশায় অ্যাম্বুলেন্স চালক কাঞ্চন বাউরি।
রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে স্থানান্তরিত করা হয়।সেখানে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ ।এর পরেই বাড়ির লোক হাসপাতাল ও বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ ।ঘটনার পরে ভয়ের পরিবেশ রয়েছে বলে জানান চিকিসকরা।ঘটনাস্থলে পুলিশ মজুত রয়েছে।
