৪ দিনে ৪ ডিগ্রি নামলো কলকাতার তাপমাত্রায়
এদিন ভোরের দিকে অন্যদিনের থেকে শীতের আমেজ একটু বেশিই ছিল। কোনও কোনও জায়গায় কুয়াশার দেখে মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও হয়েছে। দুপুরের দিকে গরম অনুভূত হয়েছে। কালীপুজো ও ভাইফোঁটার সময় আবহাওয়া আরও মনোরম হবে বলেই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের।
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২ নভেম্বর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আবহাওয়া আপাতত শুকনোই থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার ও মঙ্গলবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশর পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমে দিয়েছে।
এদিন রাজ্যের অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ -র নিচে নেমে গিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি শহরের সঙ্গে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিও রয়েছে।
আসানসোল (১৯.৭)
বালুরঘাট (২০.২)
বাঁকুড়া (১৮.৯)
ব্যারাকপুর (২১.৬)
বহরমপুর (২২.৪)
বর্ধমান (২২)
ক্যানিং (২২.৬)
কোচবিহার (১৭.১)
দার্জিলিং (৯)
দিঘা (২১.৭)
কলকাতা (২১.৬)
মালদহ (২১)
পানাগড় (১৮.৩)
পুরুলিয়া (১৮.১)
শিলিগুড়ি (১৬.৪)
শ্রীনিকেতন (১৭.৫)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১)
বালুরঘাট (২৯.৬)
বাঁকুড়া (৩১.৯)
ব্যারাকপুর (৩১.৪)
বহরমপুর (৩৪)
বর্ধমান (৩৩.৪)
ক্যানিং (৩১.৪)
কোচবিহার (৩২.২)
দার্জিলিং (১৯.২)
দিঘা (৩১.৬)
কলকাতা (৩২.৩)
মালদহ (৩০.৪)
পানাগড় (৩১.৮)
পুরুলিয়া (৩১.৩)
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন (৩০.৬)
আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও আগামী দু থেকে তিন দিন এমনই পরিস্থিতি থাকবে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকালে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে, দক্ষিণ উপকূল কর্নাটক, উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা এবং তেলেঙ্গানায়। বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়ারা, বিদর্ভতেও।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমমী হিমালয় অঞ্চল এবং পঞ্জাবে ১ ও ২ নভেম্বর বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও বেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে।