শেষে নাকি রেজিস্ট্রেশনটাও বাতিল হবে
সন্দীপ ঘোষ কে নিয়ে মজার ছলে লিখলেন অভিনেতা জিতু কমল।
অভিনয়ের পাশাপাশি জিতু কমল লেখার জন্য বারবার প্রশংসা করিয়েছেন ।আর জি কর কান্ড নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলেছিলেন। তিনি কিন্তু নিয়মিত খবরের আপডেট দিয়ে থাকে ।কখনো কখনো আবার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা করার ইচ্ছাও প্রকাশ করে। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করে একটা লম্বা পোস্ট করলেন। কি সেই ঘটনা?আর কাকে নিয়েই বা দুঃখ প্রকাশ করলেন?
আর জি করের প্রাপ্তন অধ্যক্ষ এখন সিবিআই এর হেফাজতে। জোড়া মামলা রয়েছে তার উপর। আর্থিক দুর্নীতি, অন্যদিকে চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ । জানা যাচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনও নাকি ক্যান্সেল হতে চলেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হয়তো তার বিবৃতি জারি হবে ।তার মানে সন্দীপ ঘোষ আর ডাক্তার থাকছেন না। এই নিয়েই বিরাট লম্বা লিখলেন।
শুরু করলেন “সন্দীপ কাকা যখন ছোট ছিল তখন সন্দীপ কাকা বাবা মা জানতো না যে বড় হয়ে তার ছেলের রেজিস্ট্রেশনটা যাবে।কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা মা সন্দীপ কাকাকে ডাক্তার তৈরি করেছিলেন। তাই এখনকার জুনিয়ার ডাক্তারদের একটাই অনুরোধ থাকলো তোমরাও যখন ডাক্তার হবে, গরিব মানুষের কথা চিন্তা করবে, মানুষের সেবা-শুশ্রূষার কথা চিন্তা করো।’
এরপর জিতু আরও লিখলেন একটু ভালো ব্যবহার কর রোগী আর রোগীর পরিবারের সঙ্গে। সে সময় তারা নিরুপায় থাকে। তাই তোমাদের হাতে পায়ে ধরে। জিদুর এই পোস্ট দেখে খুশি সকলে। তবে কেউ কেউ মনে করছেন কেস মিটে গেলে তিনি আবার হয়তো রেজিস্ট্রেশন ফিরে পাবেন। আসলে সবটাই নির্ভর করছে সিবিআই কোর্টে কতটা তাকে দোষী প্রমাণ করতে পারবে।
রাজ্য মেডিকেল কাউন্সিলের বক্তব্য কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তার রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। বুধবার তৃণমূলের বিধায়ক তথা কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানান পরে যে দিন আমাদের বৈঠক হবে এবং সেখানে তার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।