বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

উপাচার্যের দাদাগিরিতে দোল পূর্ণিমার দিন বন্ধ হয়েছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব।

উপাচার্যের দাদাগিরিতে দোল পূর্ণিমার দিন বন্ধ হয়েছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব। তো কি হয়েছে। রবীন্দ্রনাথের চিন্তাধারা তো আর পাঁচিল তুলে আটকে রাখতে পারবেন না বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতনের প্রথা মেনেই এবার শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এ যেন রবি ঠাকুরের শান্তিনিকেতনের আদলের এক টুকরো বসন্ত উৎসব।চারদিক বিভিন্ন রঙে ফুলে ফলে রঙিন হয়ে উঠেছে। তাই ঋতুরাজ বসন্তকে আহ্বান জানালো বীরভূম জেলা পুলিশ।

 

এদিন বীরভূম জেলা পুলিশের আয়োজনে এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা বোলপুর পুলিশ আধিকারি। অনুষ্ঠানে আমন্ত্রণে জানানো হয়েছিল বিশ্বভারতীর সেই সমস্ত মানুষদের। তারা শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক। অনুষ্ঠান চলাকালীন সেই সমস্ত মানুষদের রবি ঠাকুরের ঘরানায় শ্রদ্ধা জানিয়ে গাছের চারা রবীন্দ্রনাথের ছবি স্বরূপ উপহার তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

 

এদিন পুলিশের উদ্যোগে বসন্ত উৎসবে অংশগ্রহণ করে শান্তিনিকেতনের প্রাক্তনী রবীন্দ্র অনুরাগীরা একরাশ খুব উগরে দিয়েছে বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে। পাশাপাশি পুলিশ মানেই যে শুধু আইনশৃঙ্খলা মেন্টেন করা তা নয়। রবীন্দ্র সংস্কৃতির সাথে সম্পৃক্ত বীরভূম জেলা পুলিশ তা আবারও এই উৎসবের মধ্য দিয়ে প্রমাণ করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *