পাকা বাড়ি পেয়ে খুশি রিকশাচালক
মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় 2011 সালের পর খুশি হলেন 21 নম্বর ওয়ার্ডের এক রিকশাচালক দিবাকর বাগ । তিনি জানান আমি এক রিকশাচালক বহুদিন ধরেই মাটির বাড়িতে বসবাস করতাম আজ মুখ্যমন্ত্রী প্রকল্প সেই প্রকল্পের পাকা বাড়ি পেয়ে আমি খুবই খুশি । জীবনে রিস্কা চালিয়ে কোনদিনই এই পাকা বাড়ি করতে পারতাম না ।
মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আমি উনার কাছে কৃতজ্ঞ এবং বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলী যেভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন রাস্তাঘাট আলো পানীয় জল এবং বাড়ি নিয়ে । আমরা বর্ধমান প্রশাসক মন্ডলীকে ও কৃতজ্ঞতা জানাই!তবে তিনি আরো জানান এই পাকা বাড়িতে আজ মা লক্ষ্মীর পূজা শুরু করলাম ।