তিস্তা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির মিললো অবশেষে
ময়নাগুড়ি,শনিবার তিস্তায় কাঠ কুড়োতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হলো এক যুবক।
ময়নাগুড়ি,শনিবার তিস্তায় কাঠ কুড়োতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হলো এক যুবক। ঘটনাটি ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাকালী এলাকায়। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম কমল দাস, বয়স আনুমানিক ২৬ বছর। তার বাড়ি উত্তর ধর্মপুর গ্রামের বালাপাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের কোথায়, শনিবার দুপুরে নৌকা নিয়ে তিন যুবক তিস্তা নদীতে কাঠ কুড়োতে যায়। ফেরার পথে মাঝ নদীতে তাদের নৌকা ডুবে যায়। দুইজন কোনক্রমে ফিরলেও একজনকে খুঁজে পাওয়া যায় নী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়, NDA টিম তল্লাশি চালায়।।
কমল রায়ের ৩ বছরের ছেলে ও ১ বছরের মেয়ে রয়েছে।তবে অবশেষে আজ পাওয়া গেল মৃতদেহ টি ময়নাগুড়ি ব্লকের , মেখলিগঞ্জের ব্রিজে রয়েছে তার মৃতদেহটি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে নিয়ে আসে।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।