পেঁয়াজের দাম কমছে অনেকটা , দেখে নিন
দাম কমছে পেঁয়াজের (Onion)। কেন্দ্র সরকার মজুত রাখা পেঁয়াজ বাজারে ছেড়েছে। তার ফলেই প্রতি কেজি পেঁয়াজের দাম অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, কেজিতে ৫ থেকে ১২টাকা পর্যন্ত দাম কমতে পারে পেঁয়াজের। বুধবার কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে অনেকখানি গুদামজাত পেঁয়াজ বাজারে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রায় ১.১১ লক্ষ টন পেঁয়াজ ছাড়া হয়েছে দিল্লি, লখনউ, কলকাতা, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরে বড় বড় বাজারে। এছাড়া গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের স্থানীয় বাজারেও গুদামজাত পেঁয়াজ ছাড়া হয়েছে। যার ফলে পেঁয়াজের দাম কমতে পারে আর কিছুদিনের মধ্যেই।
পেঁয়াজের দাম এখন বাজারে ৪০ টাকার আশেপাশে রয়েছে। পাইকারি বাজারে ৩১ টাকার কাছাকাছি ঘুরছে সেই দাম। কেন্দ্র জানাচ্ছে ২ নভেম্বরের মধ্যে ১ লক্ষ ১১ হাজার ৩৩৬.১৭ টন পেঁয়াজ বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে জিনিসপত্রের দাম লাগাতার বাড়ছে। সবজির দামে তো রীতিমতো ছ্যাঁকা লাগছে আম জনতার পকেটে। তার মাঝেই এমন সুখবরে স্বস্তি পাচ্ছেন সকলেই।