জলপাইগুড়ি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৬৪৬ জন পরীক্ষার্থী
স্কুলের মধ্যে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না।
ময়নাগুড়ি,কনক অধিকারী-আগামীকাল থেকেই শুরু হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তা নিয়েই প্রত্যেকটি বিদ্যালয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবারে জলপাইগুড়ি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৬৪৬ জন পরীক্ষার্থী।
ময়নাগুড়ি ব্লকের জল্পেশ এল কে হাই স্কুলে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলার জন্য মাধ্যমিক পরীক্ষার সেন্টার বসেনি। তবেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার জল্পেশ এল কে হাই স্কুলে পড়েছে দুটি স্কুলের পরীক্ষা সিট। জলপেশ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৯ জন। পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ। জানা গেছে স্কুলে পাঁচটি সিসি ক্যামেরা বসানো হয়েছে, স্কুলের মধ্যে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না।
যদি নিয়ে আসে তবে সেটা স্কুল কর্তৃপক্ষের কাছে অফ করে জমা করতে হবে ।এ বিষয়ে স্কুলের এক শিক্ষক উলেন রায় জানায় আমাদের স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি প্রায় শেষ এবং স্কুলের মধ্যে ভেনু সুপারভাইজার বাদ দিয়ে যারা ইনভিগিলেটর বা যারা বিদ্যালয়ের অফিশিয়ালি কাজের সাথে যুক্ত তারাও কালকে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না ।যদি নিয়ে আসে তাহলে সেটি ভেনু সুপার ভাইজার কাছে জমা রাখতে হবে।