বাড়ছে ডেঙ্গি আক্রান্তের রোগীর সংখ্যা
মালদা শহরের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের অসুস্থ রোগীর সংখ্যা।
মালদা শহরের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের অসুস্থ রোগীর সংখ্যা। এনিয়ে অনেকটাই উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর , ইংরেজবাজার পুরসভা এবং প্রশাসন । বিভিন্ন এলাকায় ডেঙ্গি সংক্রমণ রোধে যাতে মানুষ সচেতন হয়, তা নিয়েই প্রচার শুরু করেছে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধ নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করলেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার।
ডেঙ্গির মতো মশা বাহিত রোগ ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এব্যাপারেও মানুষকে সচেতন করেন কাউন্সিলর বাবলা সরকার।এদিন ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিকাশী নালাগুলিতে ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং কোথাও যাতে কোনোরকম নোংরা জল জমে না থাকে সে বিষয়েও তদারকি চালানো হয়।তৃণমূল দলের কাউন্সিলর বাবলা সরকার জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে পুরসভা সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
আমরাও বিভিন্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে প্রচার চালাচ্ছি। মশা নিধনের জন্য নিকাশী নালায় গাপ্পি মাছ ছাড়া , ঝোপ জঙ্গল পরিষ্কার রাখা, ব্লিচিং পাউডার ছড়ানো সবই করছি। কিন্তু সাধারণ নাগরিকদেরও এক্ষেত্রে সচেতন হতে হবে। বাড়িতে যাতে কোন রকম ভাবে বৃষ্টির জমা জল না জমে থাকে সেই দিকেও নজর দিতে হবে।