পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় একদিনে ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার এই জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত ছিলেন। তারপরে ২৪ ঘণ্টায় তা প্রায় তিন গুণ বেড়ে সেঞ্চুরি ছুঁতে চলায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।তাঁরা বলছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে আক্রান্তের সংখ্যা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে (Coronavirus in Purba Bardhaman)।

এদিন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট ৪১ হাজার ৪৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ হাজার ৬৮৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এখন এই জেলায় ২৯০ জন অ্যাক্টিভ করোনা আক্রান্ত রয়েছেন। এ দিন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এই জেলায় ৪৯৬ জনের মৃত্যু হয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ জনের মধ্যে ২৯ জন বর্ধমান পুরসভা এলাকার বাসিন্দা। দাঁইহাট পুরসভা এলাকায় একজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কাটোয়া পৌরসভা এলাকায় ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি পুরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন।

এছাড়া জামালপুর ব্লকে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। ভাতার ব্লকে আক্রান্ত হয়েছেন ৫ জন। গলসি ১ নম্বর ব্লকে ৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। বর্ধমান ১ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ৪ জন। আউশগ্রাম দুই নম্বর ব্লকে ১ জন আক্রান্ত হয়েছেন। বর্ধমান দু’ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। কালনা ১ নম্বর ব্লকের তিন জন আক্রান্ত হয়েছেন।

মন্তেশ্বর ব্লকেও ৩ জন আক্রান্ত হয়েছেন। কেতুগ্রাম ২ ও খণ্ডঘোষ ব্লকে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি ১ নম্বর ব্লকে ২ জন ও মেমারি ২ নম্বর ব্লকে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলকোট ব্লকে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্বস্থলী দু’নম্বর ব্লকে ২ জন, রায়না ১ নম্বর ব্লকে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *