পশ্চিমবঙ্গের মৃত শ্রমিক পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কেরালা সরকারের
পশ্চিমবঙ্গের চারজন নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করলো কেরালা রাজ্য সরকার। শনিবার পশ্চিমবঙ্গের চার অতিথি শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের ঘোষণা করল।যাঁরা বেশ কয়েকদিন আগে এর্নাকুলামের ইলেক্ট্রনিক হাবের একটি নির্মাণস্থলে মাটি চাপা পড়ে মারা গিয়েছিলেন।
রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিভানকুট্টি বলেন, শ্রমিকরা যখন সেখানে একটি বড় স্তম্ভ স্থাপন করছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। এরপর শ্রমমন্ত্রী ঘটনার প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্তের শেষে রাজ্যের শ্রম দফতর এমন সিদ্ধান্ত নেয়। মন্ত্রী এরপর এক বিবৃতিতে বলেছেন, “শ্রম কমিশনার এস চিত্রা ঘটনার বিস্তারিত তদন্ত করবেন।” রাজ্যের শ্রম বিভাগ আরও জানিয়েছে, শ্রমিকদের মৃতদেহ পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর সম্পূর্ণ খরচ সরকার বহণ করবে। সেই মতো ত তাড়াতাড়ি সম্ভব মৃতদের পরিবারের হাতে এঁদের দেহ তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এইসঙ্গে আহতদের বিনামূল্যে চিকিত্সার ব্যবস্হাও করা হয়েছে। এখানকার কালামাসেরি মেডিকেল কলেজে দু’জনের চিকিত্সা চলছে।